নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে এবং চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে।”

সোমবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান সচিব।

তিনি বলেন, “নির্বাচনী কর্মপরিকল্পনা এই সপ্তাহেই চূড়ান্ত করা হবে। আর চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে ইসি।”

সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, “বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন ধরে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, “এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একইসঙ্গে, একটি বুথে যেখানে আগে ৫০০ ভোটার ভোট দিতেন, এখন থেকে সেখানে ৬০০ ভোটার ভোট দিতে পারবেন।”

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সচিব বলেন, “যে ২২টি রাজনৈতিক দলের আবেদন মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য মনে হয়নি, তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে। বাতিল হওয়ার পেছনে কোন শর্তপূরণ হয়নি, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।”