জুলাইয়ে বৃষ্টি কতটা হয়েছে, আগস্টে আবহাওয়া কেমন যাবে


আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ মাসে সাগরে দু–একটি লঘুচাপ ও একটি নিম্নচাপ হতে পারে। আর ভারী বৃষ্টির কারণে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার এ পূর্বাভাস দেওয়া হয়।
ওই পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপ ও নিম্নচাপের পাশাপাশি এ মাসে বিচ্ছিন্নভাবে দু–একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।
এই পূর্বাভাসে গত জুলাই মাসের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়েছে। গত মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গত ৭ জুলাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। ১৪ জুলাই উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়। এটি ঘণীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ–পশ্চিম উপকূল এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়। পরদিন স্থল নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে।
পূর্বাভাসে আরও বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুপ্রবাহ, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ সারা দেশে মাসের অধিকাংশ সময় বৃষ্টির রেকর্ড করা হয়। ৮ জুলাই ফেনীতে দৈনিক সর্বোচ্চ বৃষ্টি ৩৯৯ মিলিমিটার রেকর্ড করা হয়। ১২ থেকে ১৩ এবং ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ জুলাই নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৫°ডিগ্রি সেলসিয়াস। জুলাই মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে শূন্য দশমিক ২ ডিগ্রি°সেলসিয়াস এবং শূন্য দশমিক ১ ডিগ্রি°সেলসিয়াস বেশি এবং সারা দেশে গড় তাপমাত্রা শূন্য দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।