সিলেটের ধলাই নদীর স্রোতে যুবক নিখোঁজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম
সিলেটের ধলাই নদীর স্রোতে যুবক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে তীব্র স্রোতে আফতাব উদ্দিন (৩১) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আফতাব উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

স্বজনরা জানান, আফতাব সকাল ৭টার দিকে ধলাই নদীতে লাকড়ি কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, নদীর স্রোতের টানে ভেসে গেছেন আফতাব।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। তবে আফতাবকে খুঁজে পাওয়া যায়নি। পরে অন্ধকার নেমে আসায় অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ধলাই নদীর স্রোতে এক যুবক ভেসে যাওয়ার খবর পেয়েছি। সোমবার সকাল থেকে ডুবুরি দল আবারও তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু করবে বলেও জানান তিনি।