রাজধানীতে রাতভর ভারী বৃষ্টি, আজ কোথায় কতটা হতে পারে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম
রাজধানীতে রাতভর ভারী বৃষ্টি, আজ কোথায় কতটা হতে পারে

রাজধানী ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই মেঘলা। গতকাল রোববার রাতে বৃষ্টি হয়েছে মুষলধারে। বৃষ্টি এখনো হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর কোনো কোনো স্থানে সাময়িক জলজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। টানা হবে না। আবার একপর্যায়ে কমে যাওয়ারও সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে বলেন, গতকাল প্রায় সারা রাত রাজধানীতে বৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলে। এর চেয়ে বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়।

আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেই অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গতকাল রাতেই অনেক বৃষ্টি হয়ে গেছে। তাই আজ বৃষ্টি কিছুটা কম হতে পারে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কমেও যেতে পারে। উত্তরের জনপদে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে।