‘জুলাই যোদ্ধাদের’ দুই গ্রুপের সংঘর্ষ, শাহবাগে যান চলাচল শুরু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম
‘জুলাই যোদ্ধাদের’ দুই গ্রুপের সংঘর্ষ, শাহবাগে যান চলাচল শুরু

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে দুইদিন ধরে শাহবাগ অবরোধ করে রেখেছিল “জুলাই যোদ্ধা সংসদ” নামে একটি প্লাটফর্ম। তাদের ধাওয়া দিয়ে সড়কের অবরোধ তুলে দিয়েছেন “প্রকৃত জুলাই যোদ্ধারা”। 

শুক্রবার (০১ আগস্ট) সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দীর্ঘ ৩২ ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

“প্রকৃত জুলাই যোদ্ধা” দাবি করে এক ব্যক্তি বলেন, “সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণ করেছে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরও ক্ষোভ জন্মাচ্ছে। তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখেনি।”

জানা যায়, জুলাই শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের ব্যানারে সংগঠিত “জুলাই যোদ্ধা সংসদ” নামের একটি প্ল্যাটফর্ম বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এতে শাহবাগ মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার থেকেই অবরোধকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এই পথের যাত্রী ও নেটিজেনরা। এরপর শুক্রবার সন্ধায় জুলাই যোদ্ধাদের আকের গ্রুপ এসে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।