১৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ আগস্ট ২০২৫, ১১:৩৩ পিএম
১৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।

শুক্রবার সকালে (১ আগস্ট) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সঙ্গে ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে শূন্য রেখায় মেইন পিলার ১০৫ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

বিজিবির মুজিবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তপস কুমার বৈঠকে নেতৃত্ব দেন, আর বিএসএফের পক্ষে হ্নাদায়পুর ক্যাম্পের ইনস্পেক্টর ধর্মেন্দ্র দাহ অংশ নেন।

ফেরত আসা ১৭ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেছিল বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই স্বীকার করেছে, তাদের কারোরই ভারতে প্রবেশের উপযুক্ত কাগজপত্র ছিল না।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।