অপহরণ করে অটোরিকশায় নেওয়া হচ্ছিল নারীকে, উদ্ধার করলো সেনাবাহিনী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ আগস্ট ২০২৫, ০৯:৫৮ এএম
অপহরণ করে অটোরিকশায় নেওয়া হচ্ছিল নারীকে, উদ্ধার করলো সেনাবাহিনী

কক্সবাজার শহরের লিংকরোড এলাকায় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক অভিযানে এক নারী অপহরণ থেকে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর টহল দলের সদস্যরা লিংকরোড এলাকায় দায়িত্ব পালনের সময় সিএনজিচালিত অটোরিকশায় এক নারীর চিৎকার শুনে দ্রুত পদক্ষেপ নেন। তারা অটোরিকশাটিকে অনুসরণ করে থামিয়ে তল্লাশি চালিয়ে অপহৃত নারীকে উদ্ধার এবং সঙ্গে থাকা দুই অপহরণকারীকে আটক করেন।

আটকরা হলেন- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নারিসবুনিয়া গ্রামের শামছুল আলমের ছেলে মোহাম্মদ ফিরোজ এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্ডি এলাকার শরিফের ছেলে আহাম্মদ খলিল।

কক্সবাজার সেনাবাহিনীর অপারেশন অফিসার সাদমান ইসলাম বলেন, রাত পৌনে ৮টার দিকে এক নারীকে অটোরিকশাযোগে অপহরণ করা হচ্ছিল। টহল দলের সদস্যরা চিৎকার শুনে সাড়া দেন এবং অটোরিকশাটিকে আটক করে ওই নারীকে উদ্ধার করেন।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারী কক্সবাজার শহরের একটি হোটেলের কর্মী। বৃহস্পতিবার হোটেল কর্তৃপক্ষ তার বেতন বাবদ ৯ হাজার টাকা দিয়েছিল। যা অপহরণকারীরা ছিনিয়ে নেয়।

দুই অপহরণকারীকে পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু হরেছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস।