গেন্ডারিয়ায় রিকশাচালক আরিফ হত্যা মামলায় গ্রেফতার ৫

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম
গেন্ডারিয়ায় রিকশাচালক আরিফ হত্যা মামলায় গ্রেফতার ৫

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় রিকশাচালক আরিফ হোসেন বাবু (৩৫) হত্যা মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতাররা হলো–মো. মাসুম ওরফে কালী মাসুম (৩০), মো. আজিম (৩৫), মো. শাহিন ওরফে চাচা শাহিন (৩০), মো. হৃদয় (২৫) এবং মো. ফিরোজ কালু (৪১)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।

এস এম হাসান সিদ্দিকী বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গত ২৭ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে গেন্ডারিয়া থানা এলাকার ঘুণ্টিঘর নামাপাড়ার রেললাইনের পাশে আরিফ হোসেন বাবুকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে একটি সংঘবদ্ধ দল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে র‌্যাব জানায়, ঘটনার সময় আসামি কালী মাসুম চাপাতি দিয়ে আরিফের পায়ের রগ কেটে দেয় এবং মাথায় আঘাত করে। শাহিন নামে একজন রামদা দিয়ে তার হাতের কবজিতে কোপ মারে। ফিরোজ কালু সুইচ গিয়ার চাকু দিয়ে কুপিয়ে জখম করে। আজিম বড় পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং হৃদয় তার বুকের ওপর বসে মারধর চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর সহযোগিতা চাইলে র‌্যাব সদস্যরা অভিযানে নামে। এর ধারাবাহিকতায় বুধবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া ও শ্যামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা এস এম হাসান সিদ্দিকী জানান, গ্রেফতারদের মধ্যে কালী মাসুম ও শাহিনের বিরুদ্ধে মাদক মামলা এবং হৃদয়ের বিরুদ্ধে দস্যুতা ও মাদকের তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।