ঢাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম
ঢাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (২০ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগকর্মীর নাম সিয়াম সরকার (২২)। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অগ্নিসংযোগের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে ছাত্রলীগের দুই কর্মী নাশকতার পরিকল্পনা করছেন। তারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। এ সময় সিয়াম সরকারকে হাতেনাতে আটক করা হলেও তার সঙ্গী রাফসান পালিয়ে যায়।

সিয়াম সরকারের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান চলছে।