প্রবাসী ভোটাধিকার নিশ্চিতের দাবি এনসিপির


প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনকে সুপারিশও করেছে দলটি।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই দাবি জানান এনসিপি নেতারা। বৈঠকে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করছেন। প্রবাসীরা উষ্মা প্রকাশ করছেন তাদের ভোটাধিকারের নিশ্চয়তা নিয়ে। প্রধান উপদেষ্টাও বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের নেতা বলেছেন, প্রবাসীরা ভোট দিতে পারবেন কিনা–তা নিয়ে সংশয় আছে। তিনি নির্বাচন কমিশনকে প্রতি সপ্তাহ অন্তর অনলাইন ব্রিফিং করার অনুরোধ করেন।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের অনেকের এনআইডি নেই। তারা ভোটার হিসেবে নিবন্ধিত নয়। তাদের জন্য ১৪টি দেশে নিবন্ধন শুরু হচ্ছে। কিন্তু সেসব দেশের অনেকে জানাচ্ছেন যে, তারা জানেন না কীভাবে এটা করবেন।
তিনি জানান, ফেক নিউজ বা এআই জেনারেট কনটেন্ট নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। এটা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।