ঋণের কিস্তি পরিশোধ না করায় বিআরডিবি অফিসে তালাবদ্ধ নারী


চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করতে পারায় এক অসুস্থ নারীকে (৪৭) অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এক বছর দুই মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন ওই নারী। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও তারা পুরো টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে তাকে অফিসে ডেকে তালাবদ্ধ করে রাখা হয়।
গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা অসুস্থ। অনেক কষ্টে আজ ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু পুরো টাকা না দিতে পারায় তারা আমার মাকে অফিসের বারান্দায় তালা লাগিয়ে আটকে রেখেছে।’
চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করতে পারায় এক অসুস্থ নারীকে (৪৭) অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এক বছর দুই মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন ওই নারী। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও তারা পুরো টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে তাকে অফিসে ডেকে তালাবদ্ধ করে রাখা হয়।
গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা অসুস্থ। অনেক কষ্টে আজ ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু পুরো টাকা না দিতে পারায় তারা আমার মাকে অফিসের বারান্দায় তালা লাগিয়ে আটকে রেখেছে।’