শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ জুলাই ২০২৫, ১০:১৪ পিএম
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার গত বছরের ৫ আগস্ট থেকে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হানিসার প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাবে।

প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধের প্রায় এক বছর পরেও হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতার জন্য কোনো অনুশোচনা আছে কিনা—সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি না কে কতটা অনুতপ্ত, তবে আমরা বিষয়টি এভাবেই দেখি- প্রয়োজনে, বিষয়টি (প্রত্যর্পণের অনুরোধ) অনুসরণ করা হবে।’

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে ভারতে একটি কূটনৈতিক নোট (নোট ভার্বাল) পাঠিয়েছিল—যেটির সঙ্গে কিছু প্রাসঙ্গিক নথিও ছিল। এতে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছিল।

তিস্তা চুক্তি ও ৩০ বছরের পুরনো গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, এই ধরণের বিষয়গুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

ঢাকা, বেইজিং এবং ইসলামাবাদের মধ্যে সাম্প্রতিক বৈঠক সার্কের বিকল্প জোট হিসেবে করা হয়েছিল—গণমাধ্যমের এমন প্রতিবেদন সম্পর্কে উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, এই ব্যাখ্যাটি সঠিক নয়।

তিনি বলেন, বৈঠকটি কখনই সার্কের বিকল্প জোট হিসেবে মনে করা হয়নি। এটি সহযোগিতার কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক ছিল এবং এটি কোনোভাবেই কোনো জোট ছিল না বলেও জানান তিনি।