সাবেক এমপি দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম
সাবেক এমপি দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এদিন, দুপুর সাড়ে ৩টার দিকে কড়া নিরাপত্তায় ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

এ সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনসহ বিক্ষুব্ধ জনতা আদালত চত্বরে বিক্ষোভ করে এবং প্রিজনভ্যান থেকে নামানোর সময় তার দিকে ডিম ছুড়ে মারা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিস্ফোরক আইনের মামলায় নাঈমুর রহমান দুর্জয়ের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী আসামির রিমান্ড নামঞ্জুর ও জামিনের আবেদন করেন।

দুর্জয়কে আদালতে তোলা হলে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নাঈমুর রহমান দুর্জয় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের অস্ত্রের জোগানদাতা ছিলেন। তার ইন্ধনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ছাত্রজনতার ওপর গুলি চালায়। বিস্ফোরক আইনের মামলায় তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এরপর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে সাত কার্যদিবসের মধ্যে কার্যক্রম শেষ করে আদালতে রিপোর্ট পেশ করার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরও জানান, দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো ব্যবসা, বালুমহালে কেলেংকারি ও শিক্ষাক্ষেত্রে চাকরি বাণিজ্যে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

গেল বছরের ৫ আগষ্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও বুধবার (২ জুলাই) সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি হবে জানা গেছে।

এর আগে গত বছরের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছিলেন।