নৌবাহিনীতে যোগ হলো ৪৬৩ নতুন নাবিক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ মে ২০২৫, ০৪:১৪ পিএম
নৌবাহিনীতে যোগ হলো ৪৬৩ নতুন নাবিক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষ হলো বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে। রোববার (২৫ মে) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রতি আনুগত্যের শপথ নেন তারা।

সকাল ১০টায় বাদ্যের তালে শুরু হওয়া কুচকাওয়াজে অংশ নেন ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করা নবীন নাবিকরা। প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে তাদের দৃপ্ত পদচারণায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহণ ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন। পরে বক্তব্যে তিনি বলেন, ‘কোন ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে বিলিয়ে দিতে হবে জীবন। এটাই একজন নাবিকের চূড়ান্ত দায়িত্ববোধ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, নবীন নাবিকদের অভিভাবকরা এবং আমন্ত্রিত অতিথিরা। সন্তানের কুচকাওয়াজ দেখতে পেয়ে অনেক অভিভাবকের চোখে জলজমা আনন্দ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ তিনজন নাবিককে পুরস্কৃত করা হয়। এ বছর ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন মো. গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় হয়েছেন মো. হাসিব হোসেন এবং তৃতীয় হয়েছেন নাঈম গাজী।

'শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়' এই স্লোগান নিয়ে  দেশবাসীর প্রত্যাশা, এ তরুণ নাবিকরা শুধু সমুদ্রসীমাই নয়, আগামী দিনে এক উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গঠনে রাখবে বলিষ্ঠ ভূমিকা, এমনটাই প্রত্যাশা।