ঢাকাসহ নয় জেলার কিছু স্থানে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ মে ২০২৫, ০২:৪২ পিএম
ঢাকাসহ নয় জেলার কিছু স্থানে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস

আজ বুধবার বেলা ১টা থেকে বিকেল ৪টার মধ্যে দেশের নয় জেলার কিছু স্থানে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব স্থানে বজ্রপাতের আশঙ্কা আছে। বজ্রপাত চলার সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

যে নয় জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে তার মধ্যে আছে গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এসব জেলার কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব এলাকায়  ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে।

আজকের বিজ্ঞপ্তির সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় বিশেষ করে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বজ্রপাতের একাধিক শব্দ শোনার পর সর্বশেষ শব্দের সময় থেকে অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে, যাতে প্রাণহানির ঝুঁকি কমানো যায়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে, ফলে এই সতর্কতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছপালা ও দুর্বল স্থাপনার ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় যারা ঘরের বাইরে কাজ করেন, বিশেষ করে কৃষক, নির্মাণ শ্রমিক ও খোলা মাঠে কাজ করেন—তাদের জন্য এই সময়টি অত্যন্ত সতর্কতার।

সরকারি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং স্থানীয় দুর্যোগ প্রতিরোধ কমিটিগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।