৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ মে ২০২৫, ০৪:৫৮ পিএম
৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

আজ বুধবার রাত ৮টার মধ্যে দেশের ছয় জেলায় ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় বজ্রপাতেরও আশঙ্কা আছে।

আজ বেলা সাড়ে ৩টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল পৌনে ৪টা থেকে রাত ৮ টার মধ্যে মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। এ সময় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া হতে পারে বলে আবহাওয়ার  পূর্বাভাস।

আজ এ বার্তা দিয়ে আবহাওয়া অফিস বলেছে, দেশের এই ছয় জেলার কিছু স্থানে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা আছে। এ সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  আবহাওয়া অধিদপ্তর বলেছে, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দটি শোনার সময় থেকে কমপক্ষে আধা ঘণ্টা ঘরেই থাকতে হবে।

আজ বেলা ৩টার দিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত নয় জেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়।