বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম
বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে দেয়া এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়।

রবিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমকর্মীদের এমন তথ্য নিশ্চিত করেছেন উপসচিব নীলিমা আফরোজ।

উপসচিব নীলিমা আফরোজের সই করা বহিরাগম এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেয়া অফিস আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 
বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে আগে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ লেখাটি মুদ্রিত ছিল। যার বাংলা অর্থ- এ পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ।
 
আওয়ামী লীগ সরকারের আমলে গত ২০২১ সালের মে মাসে ‘আন্তর্জাতিক মান রক্ষার্থে’ বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে এ লেখাটি অপসারণ করা হয়। তবে বাংলাদেশিরা এখনো পাসপোর্ট ব্যবহার করে ইসরাইল ভ্রমণ করতে পারেন না।