তারেক রহমানকে নির্যাতনের দাবি করা ভাইরাল ভিডিওটি ভুয়া

Bangla Post Desk
ইউএনবি
প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম
তারেক রহমানকে নির্যাতনের দাবি করা ভাইরাল ভিডিওটি ভুয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি কক্ষের সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পনেরো সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রশিতে ঝুলিয়ে রাখা এক ব্যক্তিকে নিচে নামানো হচ্ছে। কক্ষটিতে নির্যাতনের শিকার ব্যক্তিটি ছাড়াও আরও চারজন রয়েছেন।

ফ্যাক্টচেক

বার্তা সংস্থা ইউএনবির অনুসন্ধানে জানা যায়, ছবিটি ২০০৭ সালের ২৬ জানুয়ারি বগুড়ার একটি পুলিশ স্টেশন থেকে তোলা হয়েছে। সেখানে ডিউটি অফিসারের কক্ষে রতন কুমার নামের এক ব্যক্তিকে দুহাত বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। চুরির অভিযোগে একদিন আগে ২৫ জানুয়ারি তাকে আটক করা হয়েছিল। ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ছবিটি প্রকাশ করা হয়েছিল।

ছবিটি প্রকাশের পর এ ঘটনায় একটি তদন্ত হয়েছে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক, উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান, শরিফুল ইসলাম, আবদুল করিম, কনস্টাবল নুরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল।

পুলিশ তখন জানিয়েছিল, বগুড়া শহরের ডালপট্টির বাসিন্দা রতনকে হেরোইন পাচারকারী সন্দেহ করে আটক করা হয়েছিল। তার কাছ থেকে দুই-তোলা ওজনের একটি নেকলেস উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে ছবিটি কাটছাঁট করে তারেক রহমানকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে বলে প্রচার করা হয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবিটিকে ভিডিওতে রূপান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।