ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার
 
                                 
                                                                                    ময়মনসিংহের ভালুকায় ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদ। তিনি ভালুকা উপজেলার বাশিল গ্রামের বাসিন্দা এবং ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্রমণ্ডলীর সদস্য ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ (৭৫) তার স্থগিত পিস্তলের লাইসেন্স নবায়নের জন্য প্রথমে থানায় যান। পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে পরে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের আগে বিষয়টি জানতে পেরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা থানায় জড়ো হন এবং আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি জানান। গণজাগরণ মঞ্চের এই নেতাকে গ্রেপ্তারের পর ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান তাৎক্ষণিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের সিনিয়র নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে মিথ্যা সাজানো আন্দোলন হয়েছিল। এই দোসরকে পুলিশ গ্রেপ্তার করেছে, এ জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির নিশ্চিত করেছেন, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগেরও কর্মী। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি ওসি।
