নতুন চুল গজাতে সাহায্য করবে ঘরে থাকা যে উপাদান


চুলের যত্নের জাদুকারী উপাদানটির নাম ‘অ্যাপেল সিডার ভিনেগার’। অনেকেই এই নামটির সঙ্গে পরিচিত। ওজন কমাতে অনেকেই এই উপাদানটি ব্যবহার করে থাকেন। তবে চুলের জন্যও এটি বেশ উপকারী। এই বর্ষায় চুলে খুশকি, রুক্ষতা চুলের আগা ফাটার মতো সমস্যগুলোকে এক নিমিষে দূর করতে পারে। তাই চুলের যত্নে বাজার চলিত রাসায়নিক প্রসাধনী ব্যবহার না করে অ্যাপেল সিডার ব্যবহার করতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন -
মাথার ত্বকের চুলকানি দূর করতে
অ্যাপেল সিডার ভিনেগার মাথার তালুতে জমে থাকা সব ধুলা ময়লা দূর করতে সাহায্য করে। একটি বোতলে পানি এবং অ্যাপেল সাইডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। শ্যাম্পু করার আগে মাথার তালুতে স্প্রে করে নিন। এরপর কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন।
খুশকি দূর করতে
বর্ষায় খুশকির যন্ত্রণায় অস্থির হয়ে যান। এই সমস্যা দূর করতে একটি পাত্রে অ্যাপেল সাইডার ভিনেগার নিন। এরপর একটি তুলার বল তাতে ভিজিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই পদ্ধতি ব্যবহার করুন। দেখবেন এক মাসের মধ্যে খুশকি গায়েব হয়ে গেছে।
নতুন চুল গজাতে সাহায্য করবে ঘরে থাকা যে উপাদান
নতুন চুল গজাতে
অতিরিক্ত চুল পড়ার কারণে চুল পাতলা হয়ে যেতে থাকে। চুল ঘন করতে অ্যাপেল সাইডার ভিনেগার বেশ কার্যকর।
দুই চামচ ভিনিগারের সঙ্গে অল্প পানি মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করলে মাথার তালুতে রক্ত চলাচল বৃদ্ধি পায়। যা চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে।
চুলের আগা ফাটা ও রুক্ষতা দূর করতে
সঠিকভাবে পরিচর্যা না করার কারণে চুলের আগা ফাটতে শুরু করে। ফলে চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। চুলের আগা ফাটা রোধ করতে অ্যাপেল সাইডার ভিনেগার বেশ কার্যকরী। শ্যাম্পু করার পর চুলে অ্যাপেল সাইডার ভিনেগার লাগান। কয়েক মিনিট অপেক্ষা করে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার করুন। চুলের আগা ফাটা ও রুক্ষতা দূর হয়ে যাবে।
চুল কোমল ও মসৃণ করতে
অতিরিক্ত দূষণ, সূর্যের তীব্র আলোয় চুল ক্রমশ রুক্ষ হয়ে পড়ে। চুলের স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে যায়। চুলের রুক্ষ ভাব দূর করতে পারে অ্যাপেল সিডার ভিনিগার। শ্যাম্পুর সঙ্গে দুই চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২দিন এভাবে শ্যাম্পু করলে চুল হয়ে উঠবে কোমল ও মসৃণ।
নতুন চুল গজাতে সাহায্য করবে ঘরে থাকা যে উপাদান
যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
> অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহারের ক্ষেত্রে পরিমাপ সঠিক রাখা বেশ জরুরি। চুলের ঘনত্ব অনুযায়ী এর পরিমাণ নির্ধারণ করতে হবে।
> কালার করা চুলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে থাকা অ্যাসিড চুলের কালার হালকা করে দিতে পারে।
> চোখ এড়িয়ে শুধু চুলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করুন।
> অবশ্যই ভালো ব্র্যান্ডের অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করুন।
সূত্র: বোল্ডস্কাই, হেলথ লাইন