ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজস্বাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ১০:২৩ এএম
ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজস্বাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে
ছবি : সংগৃহীত

জুলাই গণহত্যা ও জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে করা মামলার রাজস্বাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। বর্তমানে ট্রাইব্যুনালের কারাগারে তাকে রাখা হয়েছে।

এদিকে মামলার রায় ঘোষণার দিনকে ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তার কাজে নিয়োজিত দেখা গেছে পুলিশ-র‌্যাব, বিজিবি-সেনাবাহিনীর সদস্যদের। পাশাপাশি তৎপর রয়েছেন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শুধু ট্রাইব্যুনাল এলাকাতেই নয়। আশপাশেও ঢেকে দেয়া হয়ছে নিরাপত্তার চাদরে। ট্রাইব্যুনাল এলাকায় সাধারণ মানুষদের তো বটেই সাংবাদিকদেরও তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ঘোষণা করবেন রায়ের দিন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।