নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। নিজের বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন তিনি। 

বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি। জানা গেছে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করতে চান আসাদুজ্জামান।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।’