1. হোম
  2. আন্তর্জাতিক

বিজয় দিবস নিয়ে মোদির ফেসবুক পোস্টে নেই বাংলাদেশের নাম

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম
বিজয় দিবস নিয়ে মোদির ফেসবুক পোস্টে নেই বাংলাদেশের নাম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তবে পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। মোদির দাবি, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধটি ভারতের জন্য ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল।

পোস্টে মোদি বলেন, আজ বিজয় দিবস। এই দিনে সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের আত্মত্যাগ ও অটল সংকল্প দেশকে গৌরব এনে দিয়েছে। তাদের বীরত্ব ও চেতনা চিরকাল পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সমন্বয়ে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করে। ফলে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের জন্ম হয়। তবে মোদির পোস্টে বাংলাদেশ উল্লেখ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিপি/ এএস