1. হোম
  2. আন্তর্জাতিক

১০ যাত্রীসহ কারখানার ছাদে বিধ্বস্ত বিমান

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
১০ যাত্রীসহ কারখানার ছাদে বিধ্বস্ত বিমান
ছবি: সংগৃহীত

মেক্সিকোয় একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) দেশটির আকাপুলকো থেকে রওয়ানা দিয়েছিল বিমানটি। গন্তব্য ছিল মধ্যাঞ্চলীয় টলুকা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এবিসি নিউজ।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ জানান, দুর্ঘটনাটি ঘটেছে সান মাতেও আতেনকো অঞ্চলে, যা টলুকা বিমানবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে।

বিমানটি আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল। আটজন যাত্রী এবং দুজন ক্রু নিয়ে যাত্রা করে বিমানটি। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণ চেষ্টা করছিল, কিন্তু পাশের একটি কারখানার ছাদে আঘাত হানে। এতে আগুন ধরে যায় বিমানটিতে।

স্থানীয় মেয়র আনা মুনিজ জানান, দুর্ঘটনার কারণে প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এছাড়াও সাধারণ নাগরিকদের ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।