Daily Bangla Post

সিরিয়ায় ২ সেনা নিহত, ট্রাম্পের হুঁশিয়ারি

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম
সিরিয়ায় ২ সেনা নিহত, ট্রাম্পের হুঁশিয়ারি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। আরও তিন মার্কিন সেনা আহত হয়েছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ ডিসেম্বর) সিরিয়ার ঐতিহাসিক পালমিরার কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ মিশনের সময় হামলা ঘটে। ঘটনাস্থলে হামলাকারী নিহত হয়েছেন। নিহতদের নাম বা ইউনিটের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় সিরীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। স্থানীয় তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারী সিরীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি কোনো নেতৃত্বস্থানীয় পদে ছিলেন না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “যারা বিশ্বের যেকোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে, তাদের পরিণতি ভয়াবহ হবে।”

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিকমাধ্যমে এই হামলার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে নিহতদের ‘তিনজন মহান দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ’ হামলা হিসেবে আখ্যা দিয়েছেন।

এই ঘটনায় সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইএসবিরোধী সহযোগিতা ও চুক্তি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে, যা গত নভেম্বর স্বাক্ষরিত হয়েছিল।

তথ্যসূত্র: এনডিটিভি

বিপি/ এএস