হাতকড়া পরে ২৯ মাইল সাঁতরে বিশ্বরেকর্ড!
হাতকড়া পরা অবস্থায় উন্মুক্ত জলরাশিতে ২৮.৫ মাইল সাঁতার কেটে নতুন নজির গড়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা মাইকেল মোরো। ৪৯ বছর বয়সী এই সাঁতারু ১০ ঘণ্টারও কম সময়ে ইস্ট রিভার, হার্লেম নদী ও হাডসন নদী পার করে তাঁর সাঁতার সম্পন্ন করেন।
এই অসাধারণ সাফল্যের সুবাদে মোরো একসঙ্গে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হয়েছেন। প্রথমটি হলো—হাতকড়া পরে খোলা পানিতে সবচেয়ে দীর্ঘ সাঁতার। আর দ্বিতীয়টি—হাতকড়া পরে নিউইয়র্কের জলপথ ঘুরে আসা প্রথম (এবং দ্রুততম) সাঁতারু হিসেবে।
মোরোর সহ-সাঁতারু ক্যাপ্রি জাটিয়া স্মোরো বলেন, খোলা পানিতে সাঁতারের উত্তেজনা এত তীব্র যে তা প্রায় অবৈধ আনন্দের মতো।
তিনি মজার ছলে আরও যোগ করেন, সাঁতার শেষে আমি এমন অনুভব করি, যেন আমি ঘুড়ির মতো উড়ছি।
হাতকড়া পরে সাঁতার দেওয়ার প্রেরণা জানিয়ে মোরো বলেন, আমি এমন সব মানুষের গল্প শুনতে শুরু করি যারা সীমারেখা ছাড়িয়ে যেতে কখনো হাল ছাড়েননি। তখন ভাবলাম, ‘আমি কেন পারব না?’ এবং ঠিক এখান থেকেই শুরু হলো আমার যাত্রা।
শৈশব থেকেই পানির প্রতি তাঁর ছিল গভীর টান। মোরোর ভাষায়, আমার বাবা-মা বলেন, হাঁটার আগেই আমি সাঁতার জানতাম। কথা বলার আগে আমি জানিয়ে দিতাম, আমি পানিতে থাকতে চাই। পানিই আমার ঠিকানা।
স্কুল ও কলেজ জীবনে তিনি ছিলেন জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন সাঁতারু এবং একাধিক রেকর্ডধারী। তবে দীর্ঘ দুই দশক তিনি সাঁতারে বিরতি নেন। মধ্য চল্লিশে এসে আবারও পুরোনো আগ্রহ জেগে ওঠে তাঁর ভেতর। ম্যারাথন সাঁতারু ডায়ানা নায়াড ও রস এডজলির ভিডিও দেখে বুঝতে পারেন, তাঁর ভেতরে এখনও অনেক কিছু বাকি আছে। আর এই অনুভূতিই তাকে অনুপ্রাণিত করে ২৮.৫ মাইল সাঁতারের কীর্তি সম্পন্ন করতে।
বিপি/আইএইচ
