স্যুটকেসে মিলল বিউটিশিয়ানের লাশ, চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রেমিকের

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
স্যুটকেসে মিলল বিউটিশিয়ানের লাশ, চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রেমিকের
অস্ট্রিয়ান বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পিপার। ছবি: এনডিটিভি

অস্ট্রিয়ার বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পিপারকে তার প্রাক্তন প্রেমিক হত্যা করে স্যুটকেসের মধ্যে লুকিয়ে বনের ভেতর পুঁতে রাখে। রোববার (৩০ নভেম্বর) এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম।

৩১ বছর বয়সি পিপার ছিলেন মেকআপ, ফ্যাশন ও গানের ভিডিওর জন্য তুমুল জনপ্রিয়।

দেশটির স্টাইরিয়া স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, পিপার গত ২৩ নভেম্বর একটি পার্টি থেকে বাড়ি ফেরার পরে নিখোঁজ হন।

অস্ট্রিয়ান গণমাধ্যম জানায়, পার্টির পর তিনি এক বন্ধুকে এই বলে বার্তা পাঠান যে, তিনি নিরাপদে বাড়ি পৌঁছেছেন। কিন্তু কিছুক্ষণ পর আবার লেখেন—তার সিঁড়িঘরে কেউ আছে বলে মনে হচ্ছে।

পিপারের প্রতিবেশীরা গণমাধ্যমকে জানান, তারা সেদিন তর্কাতর্কির শব্দ শুনতে পান এবং ভবনে তার প্রাক্তন প্রেমিককে দেখেছেন বলে মনে হয়। পরিবারের সদস্য ও সহকর্মীরা যোগাযোগ করতে না পারায় পুলিশে নিখোঁজ রিপোর্ট করেন।

এ ঘটনার পর পুলিশ জানায়, পিপারের প্রাক্তন প্রেমিককে স্লোভেনিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাকে নিজের জ্বলন্ত গাড়ির কাছে পাওয়া যায়।

স্টাইরিয়া স্টেট পুলিশ গত সপ্তাহে এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তি নিজের গাড়িতে করে বহুবার স্লোভেনিয়া যাতায়াত করেছেন বলে মনে করা হচ্ছে।

গত ২৪ নভেম্বর স্লোভেনিয়ান পুলিশ জানায়, অস্ট্রিয়া-স্লোভেনিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে একটি গাড়িতে আগুন ধরে—এটি ওই ব্যক্তির গাড়ি ছিল।

ক্রোনেন সাইটুং–এর এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তকে অস্ট্রিয়ায় ফিরিয়ে আনার পর জিজ্ঞাসাবাদে তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হন।

তিনি স্বীকার করেন—তিনি পিপারকে শ্বাসরোধ করে হত্যা করেন, লাশ স্যুটকেসে লুকিয়ে স্লোভেনিয়ার এক বনভূমিতে পুঁতে রাখেন। পরে তিনি পুলিশকে সেই স্থানে নিয়ে যান, যেখানে লাশটি উদ্ধার হয়।

এদিকে স্টাইরিয়া স্টেট পুলিশ নিশ্চিত করে বলেছে, মামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্তের দুই পুরুষ আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: এনডিটিভি