স্ত্রীকে হত্যার পর লাশের সঙ্গে সেলফি তুলে স্বামীর স্ট্যাটাস

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
স্ত্রীকে হত্যার পর লাশের সঙ্গে সেলফি তুলে স্বামীর স্ট্যাটাস
স্ত্রীকে হত্যার পর মরদেহের সঙ্গে সেলফি। ছবি- সংগৃহীত
স্ত্রীকে হত্যার পর লাশের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করেন এক ব্যক্তি। ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
 
রোববার (৩০ নভেম্বর) দুপুরে একটি মহিলা হোস্টেলে ঘটে যাওয়া এই ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম বালামুরুগান (৩২)। তিনি তিরুনেলভেলিতে স্ত্রী শ্রীপ্রিয়া ও তিন সন্তানসহ বসবাস করতেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে শ্রীপ্রিয়া স্বামীর কাছ থেকে আলাদা হয়ে কোয়েম্বাটোরে একটি মহিলা হোস্টেলে উঠেন এবং চাকরি শুরু করেন।

তদন্ত কর্মকর্তারা জানান, রোববার বালামুরুগান স্ত্রীকে দেখতে হোস্টেলে যান। তাঁর শরীরের নিচে লুকানো ছিল একটি ধারালো অস্ত্র। কথা বলতে গিয়েই দুজনের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে আঘাত করে হত্যা করেন।

এরপর ঘটনাস্থলেই দাঁড়িয়ে মরদেহের পাশে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তাঁর দাবি, স্ত্রী তাকে বিশ্বাসঘাতকতা করেছেন।

হোস্টেলের অন্যান্য নারীরা আতঙ্কে কক্ষে আটকে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালামুরুগানকে গ্রেপ্তার করে এবং অস্ত্র উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সন্দেহের কারণেই তাদের দাম্পত্য সংকট তৈরি হয়েছিল।

ঘটনার পর তামিলনাড়ুতে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা সরকারের সমালোচনা করলেও প্রশাসন জানিয়েছে—ঘটনার গুরুত্ব বিবেচনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।