প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসে 

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২০ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসে 
ছবি : সংগৃহীত

বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে বিশ্বের বহু জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপে। যার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর সার্ভার বিপর্যয়।

অ্যামাজনের ক্লাউড সেবাদাতা শাখা এডব্লিউএস তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের ‘ইউএস-ইস্ট-১’ অঞ্চলে ডাইনামোবিডি সার্ভিসে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে।

এডব্লিউএস জানায়, আমরা নিশ্চিত করছি, ইউএস-ইস্ট-১ অঞ্চলে ডায়নামোডিবি সার্ভারে করা অনুরোধে উল্লেখযোগ্য পরিমাণে ত্রুটি দেখা দিচ্ছে।

পরবর্তী এক আপডেটে এডব্লিউএস জানায়, তারা সমস্যার সম্ভাব্য মূল কারণ শনাক্ত করেছে এবং দ্রুত সমাধানের জন্য বিভিন্ন বিকল্প পথে একযোগে কাজ করছে।

এডব্লিউএস হলো বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড কম্পিউটিং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি। এটি গুগল ও মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসের সঙ্গে প্রতিযোগিতা করে।

বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অ্যাপ ও সার্ভার পরিচালনায় এডব্লিউএস-এর অবকাঠামোর ওপর নির্ভর করে। ফলে এর মতো বড় কোনো সমস্যায় বিশ্বব্যাপী ডিজিটাল সেবা ব্যাহত হয়।

এআর