ফিলিপাইনে টাইফুন রাগাসার তাণ্ডবে ৩ জন নিহত


ফিলিপাইনে শুক্রবার তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানার পর থেকে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ লুজনের বিকোল অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বুয়ালোইয়ের আঘাতে দেয়াল ধসে এবং গাছপালা উপড়ে পড়ায় তিনজন নিহত হয়েছেন। ঝড়টি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে বয়ে যাচ্ছে।
ম্যানিলা থেকে এএফপি এই খবর জানিয়েছে।
ঝড়ের তাণ্ডবে একটি গির্জার ছাদ ভেঙে পড়ায় একটি প্রদেশের উদ্বাস্তুরা পিউ-এর নিচে আশ্রয় নিয়েছিল।
দক্ষিণ লুজন দ্বীপের মাসবাতে প্রদেশের পৌর প্রকৌশলী জেরোম মার্টিনেজ এএফপি’কে বলেছেন, ‘ভোর ৪টার দিকে বাতাস গির্জার দরজা, জানালা এবং ছাদ ধ্বংস করে দেয়।’
তিনি বলেছেন, ‘এটি আমার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।’ বাতাসে কিছু শিশু সামান্য আঘাত পেয়েছে যার জন্য সেলাই করতে হয়েছে।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় আরো বেশি লোককে সরিয়ে নিতে হবে কারণ, অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অনেক ছাদ উড়ে গেছে। তারা এখন রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে।’
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বার্নার্ডো আলেজান্দ্রো বলেছেন, প্রায় ৪,০০,০০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বিকলের মাসবেট সিটির একজন উদ্ধারকারী ফ্র্যান্ডেল অ্যান্থনি অ্যাবেলেরা ফোনে এএফপি’কে বলেছেন, ‘আমরা অনেক বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলছি কারণ অনেক রাস্তা চলাচলের অনুপযোগী’।
‘বৃষ্টি জোরে ছিল, কিন্তু বাতাস আরো জোরে ছিল।’
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এবং এএফপি দ্বারা যাচাই করা ভিডিওগুলিতে দেখা গেছে লোকেরা মধ্য ফিলিপাইনের ভিসায়াস দ্বীপপুঞ্জের আরো দক্ষিণে বন্যা কবলিত রাস্তায় চলাচলের জন্য নৌকা ব্যবহার করছে বা কোমর-গভীর পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে।
ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে, যা দুর্যোগপ্রবণ এলাকার লক্ষ লক্ষ মানুষকে ক্রমাগত দারিদ্র্যের মধ্যে ফেলে দেয়।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে ঝড়গুলো আরো শক্তিশালী হয়ে উঠছে।
বৃহস্পতিবার কর্তৃপক্ষ আসন্ন ঝড়ের সাথে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত ‘জীবন-হুমকিপূর্ণ ঝড়ের তীব্র জলোচ্ছ্বাসের ঝুঁকি’ সম্পর্কে সতর্ক করেছে।
সপ্তাহের শুরুতে দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া সুপার টাইফুন রাগাসার আঘাতে অন্তত নয়জন নিহত হয়েছে।
ভুয়া বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্পের কেলেঙ্কারির কারণে করদাতাদের কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভের আগুন জ্বলে ওঠার সাথে সাথেই এই ঝড়ের ঘটনা ঘটলো।