প্রথমবারের মতো মানুষের দেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন


শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা অসুস্থ মানুষের চিকিৎসায় প্রাণীর অঙ্গ ব্যবহার করার স্বপ্ন দেখে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে সেই প্রচেষ্টা কিছুটা ফল দিতে শুরু করেছে। গবেষকরা জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃদপিণ্ড ও কিডনি রোগীদের শরীরে প্রতিস্থাপন করতে শুরু করেছেন। এ ক্ষেত্রে সাফল্য ভিন্ন ভিন্ন মাত্রায় পাওয়া গেছে।
মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফুসফুস প্রতিস্থাপন করা বেশ জটিল। মানুষ থেকে মানুষে প্রতিস্থাপন করলেও মৃত্যুহার অনেক বেশি। তবে চীনের বিজ্ঞানীরা সোমবার জানিয়েছেন, তারা ভিন্নধর্মী প্রক্রিয়ায় ‘ব্রেইন ডেড’ এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছেন।
চীনের গুয়াংজু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নেচার মেডিসিন সাময়িকীতে জানিয়েছেন, প্রতিস্থাপনের পর অঙ্গটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আংশিকভাবে কাজ করেছিল। প্রতিস্থাপনের নয়দিন পর সেটি সরিয়ে ফেলা হয়।
আমেরিকার বিজ্ঞানীরা এমন ঘটনাকে চমকপ্রদ বলেছেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্রসম্যান স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক স্টেফানি চ্যাং বলছেন, এটি অত্যন্ত আশাব্যঞ্জক ও বড় একটি পদক্ষেপ। তবে এটিকে কার্যকর করার জন্য আরও অনেক কাজ বাকি।
স্টেফানি চ্যাং বলেন, ডায়ালাইসিস কিডনির রোগীদের সাহায্য করতে পারলেও, ফুসফুসের সত্যিই কোনো বিকল্প নেই। এ অবস্থায় প্রাণী থেকে অঙ্গ সংগ্রহের কার্যকর উপায় ও তা কাজ করলে বিষয়টি সত্যিই বড় খবর হবে।
আমেরিকার কয়েক কোটি মানুষ ফুসফুসের রোগে ভুগছেন। এর মধ্যে অনেকে করোনা মহামারির পর ফুসফুসের দীর্ঘস্থায়ী জটিলতায় আক্রান্ত। এ অবস্থায় কোনো কোনো দাতা অঙ্গ দান করলেও তা বেশিরভাগ সময়ই নানা কারণে ক্ষতিগ্রস্ত থাকে। তখন সেটি প্রতিস্থাপনের জন্য উপযুক্ত থাকে না।
চীনের বিজ্ঞানীরা ছয় ধাপে জিনগত সংশোধনের মধ্য দিয়ে যাওয়া শূকরের ফুসফুস ৩৯ বছর বয়সী ব্যক্তির (ব্রেইন ডেড) শরীরে প্রতিস্থাপন করেছিলেন। ওই ফুসফুসটি ছিল শূকরের বাম পাশের। আমেরিকার শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ম্যাসাচুসেটস জেনারেল রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক রিচার্ড এন পিয়েরসন। তিনি বলছেন, চীনের ঘটনাটি চমকপ্রদ। ফুসফুসটি ঠিকমতো কাজ করছিল কি না সেটি জানা গুরুত্বপূর্ণ। চীনা বিজ্ঞানীরা শুধু দেখিয়েছেন, একটি শূকরের ফুসফুস মানুষের দেহে সেলাই করা সম্ভব এবং এরপর কী ঘটে।
চীনা বিজ্ঞানীদের কাছে থেকে এই প্রক্রিয়ার বিস্তারিত জানতে ইমেইলে যোগাযোগ করেছিল নিউ ইয়র্ক টাইমস। তবে সাড়া মেলেনি।