গাজায় যুদ্ধবিরতির ‘সম্ভাব্য সময়’ জানালেন ট্রাম্প

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম
গাজায় যুদ্ধবিরতির ‘সম্ভাব্য সময়’ জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ‘আগামী সপ্তাহের যেকোনো সময়’ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৭ জুলাই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে কি না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘আগামী সপ্তাহের’ কথা উল্লেখ করেন ট্রাম্প।
 
ওয়াশিংটন থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশা করি এটি (যুদ্ধবিরতি) ঘটবে এবং আমরা আগামী সপ্তাহের যেকোনো সময় যেন এটি ঘটে সেই চেষ্টা করছি।’ 
  
এর আগে ইসরাইলকে ‘গাজায় চুক্তি করার’ আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। 
 
কিন্তু বাস্তবে, ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। 
 
এদিকে, ট্রাম্প প্রশাসন ইসরাইলের সঙ্গে ৫১ কোটি ডলারের অস্ত্র চুক্তি অনুমোদনের মাত্র একদিন পরই এই খবর এলো।