পরবর্তী পোপ হতে আগ্রহী ট্রাম্প!

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম
পরবর্তী পোপ হতে আগ্রহী ট্রাম্প!

প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রসিকতাচ্ছলে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পরবর্তী পোপ হিসেবে ট্রাম্প কাকে দেখতে চান, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেই পোপ হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ।

এরপরই অবশ্য তিনি বলেন, আসলে নির্দিষ্ট কোনও ব্যক্তি আমার অগ্রাধিকার তালিকায় নেই। তবে মার্কিন এক কার্ডিনাল পরবর্তী পোপ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি তো যথেষ্ট দক্ষ ব্যক্তি। দেখাই যাক কী হয়।

নিউ জার্সি অঙ্গরাজ্যের নিয়ার্ক শহরের আর্চবিশপ কার্ডিনাল জোসেফ টোবিনকে পরবর্তী পোপ নির্বাচনে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আজ পর্যন্ত কোনও মার্কিন যাজক ভ্যাটিকানের পোপ নির্বাচিত হননি। এই পদের জন্য ইতালি বা ভ্যাটিকানের নাগরিকরাই অগ্রাধিকার পেয়ে থাকেন।

ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন ফ্রান্সিস।

বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও ফ্রান্সিসের ব্যাপক মতবিরোধ ছিল। বিশেষত, অবৈধ অভিবাসীদের বিতাড়নে ট্রাম্পের কঠোর পদক্ষেপে সন্তুষ্ট ছিলেন না ফ্রান্সিস। অভিবাসীদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হতে আহ্বান জানিয়েছিলেন তিনি।

ফ্রান্সিসের মৃত্যুর পর হাজার বছরের প্রথা মেনে পরবর্তী পোপ নির্বাচনের জন্য গোপন কনক্লেভ ডাকা হবে। এ কাজে যোগ দেবেন ১৩৫ জন কার্ডিনাল।