ভারত-পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি


ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা উত্তরোত্তর কেবল বৃদ্ধি পাচ্ছে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তবর্তী পারগাওয়াল সেক্টরে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী গুলি চালিয়েছে বলে দাবি করছে ভারত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, বিগত কয়েকদিনে নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) শর্ত একাধিকবার ভেঙেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে জম্মু এলাকার তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এলোপাতাড়ি গুলি চালিয়েছে তারা। ভারতীয় বাহিনীয় তার পাল্টা জবাব দিয়েছে।
প্রতিবেদনে পাকিস্তান সেনাবাহিনীর কোনও বক্তব্য যোগ করা হয়নি।
এর আগে, নিয়ন্ত্রণরেখা জুড়ে পাকিস্তান বাহিনী এলোপাতাড়ি গুলি চালিয়েছিল বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, পাকিস্তানের গুলির সমুচিত জবাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা ভিন্ন বিষয়। আন্তর্জাতিক সীমান্ত হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সুনির্দিষ্ট সীমারেখা। আর নিয়ন্ত্রণরেখা মূলত একটি অস্ত্রবিরতি রেখা। এটি দুদেশের মধ্যে চুক্তির মাধ্যমে শান্তি রক্ষার উদ্দেশ্যে নির্ধারিত হয়েছে। এই রেখা বরাবর গোলাগুলি চালানো চুক্তির শর্ত লঙ্ঘন করে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশের সম্পর্কে এমনিতেই কিছুদিন ধরে টানটান উত্তেজনা চলছে। এরমধ্যে সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি গুলির ঘটনাগুলো আগুনে আরও ঘি ঢালছে।