পাকিস্তান প্রথমে হামলা করবে না, আঘাত এলে জবাব দেবে : পররাষ্ট্রমন্ত্রী দার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম
পাকিস্তান প্রথমে হামলা করবে না, আঘাত এলে জবাব দেবে : পররাষ্ট্রমন্ত্রী দার

পাকিস্তান প্রথমে ভারতে হামলা চালাবে না, তবে কোনো ধরনের আঘাত এলে উপযুক্ত জবাব দেওয়া হবে—মঙ্গলবার সিনেটে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পেহেলগামে হামলার প্রেক্ষিতে ভারতের অভিযোগ মোকাবিলায় পাকিস্তান যে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় ঐক্য আহ্বানের প্রস্তাব পেশ

ইসলামাবাদ থেকে ডন জানায়, সিনেট অধিবেশনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য সৈয়দ মাসরুর আহসান পিটিআইয়ের প্রস্তাবিত সর্বদলীয় বৈঠকে ইমরান খানকে আমন্ত্রণ জানানোর পক্ষে সমর্থন দেন।

পিটিআইয়ের আউন আব্বাস বলেন, নওয়াজ শরীফ, আসিফ আলী জারদারি ও ইমরান খানের সম্মিলিত উপস্থিতি জাতিকে ঐক্যের বার্তা দেবে। মাসরুর আহসানও বলেন, সরকারকে নমনীয়তা দেখাতে হবে, বিরোধীদের কথা শুনতে হবে এবং উভয় পক্ষকে অহংকার ত্যাগ করতে হবে।

এ সময় তিন সিনেটর—আল্লামা নাসির আব্বাস, গুরদীপ সিং ও দোস্ত মোহাম্মদ পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবি জানান। তবে পিএমএল-এনের সিনেটর নাসির বাট বলেন, ইমরান খানকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্দোষ প্রমাণ করতে হবে।

পেহেলগাম হামলা ও পররাষ্ট্রনীতি

সিনেটে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পেহেলগাম হামলার প্রেক্ষিতে পাকিস্তান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজান, কুয়েত, বাহরাইন, হাঙ্গেরি ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করেছে। চীন ও তুরস্কের অবস্থানেরও প্রশংসা করেন তিনি।

দার বলেন, 'আমি তাদের পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেছি—ভারতের মনোভাব, ইতিহাস ও সম্ভাব্য উদ্দেশ্য ব্যাখ্যা করেছি। আমাদের গোয়েন্দা তথ্য বলছে, ভারত ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করতে পারে।'

তিনি ২০১৯ সালের পুলওয়ামা হামলার কথাও উল্লেখ করেন, যার পর ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। সেই ঘটনার অনুরূপ পরিস্থিতি তৈরি করে ভারত আবারও কৌশলগত উদ্দেশ্য হাসিল করতে চায় বলেও মত দেন দার।

সিন্ধু পানি চুক্তি ও সতর্কবার্তা

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত দুই বছর ধরে সিন্ধু পানি চুক্তি পরিবর্তনের চেষ্টা করছে। তার মতে, পেহেলগাম হামলার ঘটনাকে সেই চুক্তি স্থগিতের অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে।

ইসহাক দার বলেন, 'পাকিস্তান এই হামলায় জড়িত নয় এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতোমধ্যেই স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছেন, কারণ আমরা আত্মবিশ্বাসের সঙ্গে জানি—এতে পাকিস্তানের কোনো ভূমিকা নেই।:

তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পাকিস্তানের পানিতে ভারতের কোনো হস্তক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল হবে, এবং তা কখনোই বরদাশত করা হবে না।'