আমেরিকার আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি


আমেরিকার আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন।
জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানী সানার আকাশে আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছ।
তিনি জানান, এটা ছিল গত দুই সপ্তাহে ভূপাতিত করা চতুর্থ। তিনি আরও জানান, হুতি এখন পর্যন্ত ২৪তম মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলেও জানান তিনি।
হুতি গত কয়েক মাস ধরে প্রায়ই এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করে আসছে। কিন্তু দাবির পক্ষে খুব কমই প্রমাণ দিয়েছে। তবে সবশেষ ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে গোষ্ঠীটি।
এমকিউ-৯ ড্রোন মূলত একটি মানববিহীন নজরদারি বিমান। ফোর্বসের প্রতিবেদন মতে, একটি রিপার ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার। এটি ৫০ হাজার ফুট পর্যন্ত উঁচুতে উড়তে পারে।
এদিকে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। শুক্রবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় রাতে দ্বিতীয় দিনের মতো রাজধানী সানায় হামলা চালানো হয়। দুই দিনের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। আহত দেড় শতাধিক।
আমেরিকার এ হামলার জবাবে মার্কিন নৌবহর লক্ষ্য করে রকেট ছুড়েছে হুতি বিদ্রোহীরা। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে। মার্কিন হামলার মুখেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে ইয়েমেনের সাধারণ মানুষ।
গত বৃহস্পতিবার লোহিত সাগর উপকূলে ইয়েমেনের একটি তেল বন্দরে আমেরিকার চালানো ভয়াবহ বিমান হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এখনও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে অনেককে।
এর মধ্যেই শুক্রবার স্থানীয় সময় রাতে রাজধানী সানায় বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হাউথি বিদ্রোহীরাও। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, শুক্রবার লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও ইউ.এস.এস ভিনসন লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। এদিন সারি জানান, ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও তেল আবিবের দাবি, হাউথির ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
অব্যাহত মার্কিন হামলার মুখেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে ইয়েমেন। শুক্রবার রাজধানী সানার রাজপথে নামেন দেশটির হাজারো মানুষ। গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদ জানান তারা।