যে কারণে হামাসকে ধন্যবাদ জানালেন পুতিন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
যে কারণে হামাসকে ধন্যবাদ জানালেন পুতিন
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া তিন রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বুধবার (১৬ এপ্রিল) ক্রেমলিনের এই সাক্ষাতে পুতিন হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির নেতৃত্বের প্রশংসা করেন।

এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি জানিয়েছে, হামাসের বন্দিদশা থেকে রাশিয়ান নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ, তার মা এলেনা ট্রুফানোভ, আলেকজান্ডারের বাগদত্তা স্যাপির কোহেন মুক্তি পেয়েছে।

তাদের মুক্তি দেয়ার জন্য পুতিন ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেন এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট।
 
পুতিন বলেন, ‘আমি মনে করি আমাদের সঙ্গে সমঝোতার পাশাপাাশি এ মানবিক কর্মকাণ্ডের (তিন জিম্মিকে মুক্তি দেয়া) জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’
 
এ সময় ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সঙ্গে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।
 
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। ওই দিন আলেকজান্ডার ট্রুফানভ, তার মা এলেনা ট্রুফানোভা এবং আলেকজান্ডারের বাগদত্তা স্যাপির কোহেনকে হামাস যোদ্ধারা অপহরণ করে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি ও প্যালেস্টিনিয়ান বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে ২০২৩ সালের নভেম্বরে দুই নারীকে মুক্তি দেয়া হয়। আলেকজান্ডার মুক্তি পান ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।