দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ দরকার: দুদু

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ দরকার: দুদু
ছবি : সংগৃহীত

যতদ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

দুদু বলেন, ‘শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দেয়াই প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়। ফলে দেশটি বাংলাদেশে নানাভাবে উসকানি দিচ্ছে।’
 
আওয়ামী লীগ সরকার নির্বাচনকে কলঙ্কিত করার মাধ্যমে দেশের পুরো ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ বিএনপির এই নেতার।
 
তিনি বলেন, ‘তাই যতদ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া দরকার।’
  
এ  সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশ বিশ্ব দরবারে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক ভারত তা চায় না। তাই দেশটি বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’
 
জনগণের অধিকার ফিরিয়ে না দেয়া নতুন ফ্যাসিবাদ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে কোনো অরাজকতা চায় না বলেই আমরা নির্বাচন চাই। এর মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে।’