সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি চলতি এপ্রিল মাসেই অনুষ্ঠিত হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানে এ খবর জানানো হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদন মতে, আসন্ন বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ করা।
সর্বশেষ ২০১২ সালে দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ‘ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল’ ঠিক করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। তবে ঠিক কবে ও কোথায় এই সংলাপ অনুষ্ঠিত তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।
প্রতিবেদনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ইসহাক দার আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এ সফরকে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ বলে হিসেবে দেখা হচ্ছে।
গত সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ইসহাক দারের সফরের কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি।
শেহবাজ জানান, আগামী ২২ এপ্রিল একদল বাণিজ্য প্রতিনিধিসহ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তবে রাজনৈতিক সংলাপ এই সফরের আগে নাকি পরে অনুষ্ঠিত হবে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।