শাহবাগে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম
শাহবাগে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (৫ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরের পর ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে। 
 
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 
 
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলেও জানান তিনি।