দূষণের পরিমাণ কমলেও ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
দূষণের পরিমাণ কমলেও ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ছবি : সংগৃহীত

ঢাকার বায়ু দূষণের পরিমাণ কিছুটা কমলেও উন্নতি হয়নি খুব একটা। বায়ু দূষণের শীর্ষ পাঁচ শহরের ভেতর এখনও অবস্থান করছে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারের সূচক অনুযায়ী বায়ু দূষণের দিক দিয়ে শীর্ষ পাঁচ শহরের তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে ঢাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আইকিউএয়ারে এমন তথ্য পাওয়া যায়।

ঢাকার সর্বশেষ বায়ুমান ছিল ১৮১। দুদিনের ব্যবধানে মঙ্গলবার আইকিউএয়ারের স্কোর কমে দাঁড়িয়েছে ১০১ এ। তবে বায়ুমান অনুযায়ী ঢাকার বায়ু এখনও ‘অস্বাস্থ্যকর’।

তালিকার শীর্ষস্থান দীর্ঘদিন ধরেই ভারতের রাজধানী দিল্লীর দখলে। আন্তর্জাতিক বায়ুমান অনুযায়ী শহরটির স্কোর ৩৭৬ যা কি না ‘দুর্যোগপূর্ণ’।

এদিকে গেল রোববার তালিকার দুইয়ে থাকা কলকাতার বায়ুর কিছুটা উন্নতি হয়েছে। ১৯৯  স্কোর নিয়ে দূষণের দিক থেকে শহরটি নেমে গেছে তিনে। আর দুইয়ে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। বায়ুমান অনুযায়ী শহরটির দূষণের স্কোর ২৮২।

তালিকার চারে অবস্থান করছে পাকিস্তানের আরেকটি শহর। ১৩৭ স্কোর নিয়ে চারে অবস্থান শহরটির।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।