শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মৃত্যুহীন দিনে হাসপাতালে ৫১০ ডেঙ্গু রোগী

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম
মৃত্যুহীন দিনে হাসপাতালে ৫১০ ডেঙ্গু রোগী
ছবি- সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তবে একই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ১৮১ জন ঢাকা বিভাগের।

এর বাইরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৬৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ২৮০ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।