পাকিস্তানের ছবি ভারতে চললেই ভেঙে দেওয়া হবে হল

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
পাকিস্তানের ছবি ভারতে চললেই ভেঙে দেওয়া হবে হল

২০১৬ সালে ভারতের উরির সেনাঘাটিতে হামলার পর পাকিস্তানের শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। ফলে গত দশ বছর ধরে ভারতে চলছে না কোনো পাকিস্তানি ছবি।

এবার বলা হচ্ছে, ভারতে পাকিস্তানের কোন ছবি চললেই সিনেমা হল ভেঙে দেওয়া হবে।

জানা গেছে, ২ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাক ছবি ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’। ছবিটির মুক্তি নিয়ে উদ্‌গ্রীব ছিলেন পরিচালক। কিন্তু এতে বাধা দেয় মহারাষ্ট্রের নবনির্মাণ সেনারা।

তাদের কথা, কোনোভাবেই পাকিস্তানের ছবি ভারতে মুক্তি পেতে দেওয়া হবে না। পাকিস্তানের ছবি চললেই সিনেমা হল গুড়িয়ে দেওয়া হবে।

সংগঠনটির সভাপতি অমেয়া খোরপার সংবাদমাধ্যমে বলেছেন, ‘এই ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়। পাকিস্তানের কোনও শিল্পীকেই এই দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।’