ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৭ মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৭ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। যা এই বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এসব রোগী মারা যান।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের।

এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। যার মধ্যে ঢাকার ৪৮৫ জন, চট্টগ্রামের ১৬৪ জন, খুলনার ৫৩, বরিশালের ১০১ জন, রাজশাহীর ২, রংপুরের ১৭, সিলেটের ৬ ও ময়মনসিংহের ৩২ জন।

এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮২ জন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২০ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।