‘আপত্তিকর’ আচরণের শাস্তি পেলেন মার্তিনেস

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
‘আপত্তিকর’ আচরণের শাস্তি পেলেন মার্তিনেস

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনিজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে তাকে পাবে না আর্জেন্টিনা।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।

‘আপত্তিকর’ আচরণ এবং “ফেয়ার প্লের মৌলিক নীতি’ ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হলো ৩২ বছর বয়সী গোলকিপারকে। ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষের ম্যাচে তাকে পাবে না আর্জোন্টনা।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন দিবু। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে তিনি যেভাবে উদযাপন করেছিলেন, তারেই পুনরাবৃত্তি করেন তিনি। তার এই উদযাপন সে সময়ই সমালোচনার জন্ম দিয়েছিল।

এর পরের ঘটনাটি পাঁচ দিন পরের। সেদিন কলম্বিয়ার বিপক্ষে হেরে ১২ ম্যাচের অপরাজিত পথচলা থামে লিওনেল স্কালোনির শিষ্যদের। ওই ম্যাচে একজন ক্যামেরাম্যানের সরঞ্জামে ধাক্কা মেরে ফের খবরের শিরোনাম ৩২ বছর বয়সী এই গোলকিপার।

সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি কারও দিকে চাপ মারছেন।

পরে জনি জ্যাকসন নামের ওই ক্যামেরাম্যান কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেস তার গায়ে হাত তুলেছেন।

এসব ঘটনা বিবেচনায় নিয়ে আচরণভঙ্গের দায়ে মার্তিনেসকে শাস্তি দিয়েছে ফিফা। তবে ফিফার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে এএফএ।

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া এবং ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় উরুগুয়ে। এছাড়া আট ম্যাচ তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।