দুর্ঘটনায় প্রাণ হারালেন টনি জার্মানো

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
দুর্ঘটনায় প্রাণ হারালেন টনি জার্মানো
টনি জার্মানো। ছবি- সংগৃহীত

ব্রাজিলের পরিচিত অভিনেতা ও ভয়েস-ওভার আর্টিস্ট টনি জার্মানো আর নেই। ২৬ নভেম্বর সাও পাওলোতে একটি দুর্ঘটনায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দ্য স্টার-এর খবরে বলা হয়েছে, টনি তখন সাও পাওলোতে বাবা-মায়ের বাড়িতে ছিলেন। বাড়িটিতে কিছু সংস্কারকাজ চলছিল। সেই সময় তিনি কাজের তদারকি করছিলেন, হঠাৎ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর তাকে তৎক্ষণাত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকের চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি। টনির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘দুর্ঘটনায় মারাত্মক আঘাত পেয়েছিলেন টনি। তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘নিষ্ঠা, উদারতা এবং অনন্য প্রতিভা রেখে গেছেন টনি, যা সহকর্মী ও ভক্তদের গভীরভাবে স্পর্শ করেছে।,

টনি জার্মানো প্রায় তিন দশক ধরে অভিনয় এবং ভয়েস-ওভারের জগতে সক্রিয় ছিলেন।

বিপি/এস