শাকিবের সিনেমার চমক আফজাল হোসেন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ মে ২০২৫, ১১:৩৮ এএম
শাকিবের সিনেমার চমক আফজাল হোসেন
ছবি : সংগৃহীত

গোপনেই ‘তাণ্ডব’ সিনেমার কাজ শুরু করেছিলেন পরিচালক রায়হান রাফী। সিনেমার কোনো লুক ও ছবি প্রকাশ যেন না হয় সেজন্য নিয়েছিলেন কড়া নিরাপত্তার ব্যবস্থাও। তবে শেষ রক্ষা হয়নি। এরইমধ্যে ছবিতে শাকিবের লুক ফাঁস হয়েছে।

প্রকাশ হয়েছে সাবিলা নূরের সঙ্গে শাকিবের ভিডিওসহ অনেক এক্সক্লুসিভ তথ্যও। সেগুলো নিয়ে আলোচনা চলছে নেটপাড়ায়।

এবার জানা গেল ছবিটির আরও এক চমকের খবর। ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। এ সিনেমা দিয়ে প্রথমবার তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাকিব খানকে। দুই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেতার একসঙ্গে কাজ করার খবরে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা গেছে, পুলিশের বিশেষ বাহিনী সোয়াত প্রধান হিসাবে অভিনয় করবেন আফজাল হোসেন।

আফজাল হোসেনের অভিনয়ের ব্যাপারে জানতে চাইলে রাফী বলেন, ‘এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে নির্মাণের কাজ শেষ করতে চাই। ‘তুফান’ সিনেমার চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে এবার কাজ করতে হচ্ছে। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের। অনেক চমক আছে সিনেমায়।’

জানা গেছে, ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে শাকিব-সাবিলা ও আফজাল হোসেন
শুটিং করছেন।

আসছে ঈদুল আযহায় মুক্তি দেয়ার টার্গেট নিয়ে তৈরি হচ্ছে ‘তাণ্ডব’। ইতোমধ্যে এ সিনেমায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে।