চৈত্রসংক্রান্তিতে সোহরাওয়ার্দীতে ১২ ব্যান্ডের কনসার্ট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পিএম
চৈত্রসংক্রান্তিতে সোহরাওয়ার্দীতে ১২ ব্যান্ডের কনসার্ট

এবারের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে থাকছে ভিন্নতা। বর্ষপূর্তির দিনে চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

“মাইলস”, “ওয়ারফেজ”, “ভাইকিংস”সহ ১২টিব্যান্ড নিয়ে দুইদিনব্যাপী কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, চৈত্রসংক্রান্তির দিনে রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে ১২টি ব্যান্ডের পরিবেশনা থাকছে। “মাইলস”, “ওয়ারফেজ”, “ভাইকিংস” ছাড়াও গান শোনাবে “এভয়েড রাফা”, “দলছুট”, “লালন” ও “সুফি”।

এ দিন ঢাকার ব্যান্ডগুলোর সঙ্গে গাইবে বেশকিছু পাহাড়ি ব্যান্ডও। তারা হলো ব্যান্ড “এফ মাইনর”, “মারমা ব্যান্ড লালং”, “ত্রিপুরা ব্যান্ড ইমাং”, “খাসিয়া ব্যান্ড ইউনিটি” ও “চাকমা ব্যান্ড ইনভোকেশন”।

ওই দিন ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে মঞ্চে ব্যান্ডদলের সদস্যরা একসঙ্গে গাইবে “ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি”। এছাড়া নববর্ষের দিন সোমবার বিকেল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।