ছোট সাজ্জাদের স্ত্রীর প্রশ্ন, আমার স্বামী কী কোরবানির গরু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম
ছোট সাজ্জাদের স্ত্রীর প্রশ্ন, আমার স্বামী কী কোরবানির গরু

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসিসহ পুলিশের বিরুদ্ধে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। 

এদিকে আজ আবারও নিজের ফেসবুকে ভিডিও আপলোড করেছেন ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না। সেখানে তিনি স্বামীকে নিয়ে পুলিশের মহড়ায় প্রশ্ন তুলেছেন তিনি।

আদালতের বেঞ্চ সহকারী মো. মনির এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শারীরিক নির্যাতনে গর্ভের সন্তান নষ্টের অভিযোগে গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন তামান্না। এতে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান, এসআই জগৎজ্যোতি দাশ ও মনিরুল ইসলাম, সরোয়ার হোসেন বাবলা, জাবেদ ওরফে ভাগিনা জাবেদ এবং আনিকা ইসলামকে বিবাদী করা হয়। আদালত মামলাটি খারিজ করেছেন।

আজ তামান্না আবারও নিজের ফেসবুকে ভিডিও আপলোড করে রিমান্ডে থাকা স্বামী সাজ্জাদকে নিয়ে পুলিশের মহড়ায় প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমার হাজবেন্ড কি কোরবানির গরু? তাঁকে নিয়ে এলাকায় এলাকায় মহড়া দিচ্ছেন?’

গত ১৫ মার্চ সাজ্জাদকে গ্রেপ্তারের পর ফেসবুক লাইভে ‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে নিয়ে আসার’ কথা বলে আলোচনায় এসেছিলেন তামান্না। তিনি হাটহাজারী থানার শিকারপুর গ্রামের শফি মিয়ার মেয়ে। তাঁর স্বামী একই গ্রামের মো. জামালের ছেলে। সাজ্জাদের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১৭ মামলা রয়েছে।

সাজ্জাদকে গ্রেপ্তারের পর দুই দফা রিমান্ডে নেয় পুলিশ। গত রবি ও সোমবার তাঁকে নিয়ে রাউজান উপজেলা এবং নগরের অক্সিজেন এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

দুই মিনিটের ভিডিওতে তামান্না বলেন, কোনো নজির আছে কি একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে এলাকায় এলাকায় নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করছেন ওসি আরিফ। আমার হাজবেন্ড কি কোরবানির গরু? তিনি যদি অপরাধী হন, তাঁর বিচার আদালত করবেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান জানান, চট্টগ্রামে জোড়া খুনের আসামি তামান্না। পালিয়ে থেকে তিনি অপতথ্য ছড়াচ্ছেন। তামান্নাকে গ্রেপ্তারে অভিযান চলছে।