হাসপাতাল থকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন এ আর রহমান

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ মার্চ ২০২৫, ১১:৪৪ এএম
হাসপাতাল থকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন এ আর রহমান

সুস্থ হয়ে হাসপাতাল থকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিইও এনডিটিভিকে বলেন, “এ আর রহমান শারীরিকভাবে সুস্থ আছেন। তাকে রোববার রাতে ছেড়ে দেওয়া হয়েছে।”

রহমানের ছেলে এ আর আমিন ইনস্টাগ্রামে জানিয়েছেন, তার বাবা কিছুটা দুর্বল বোধ করছেন, তবে ভয়ের কোনো কারণ নেই। তিনি লিখেছেন, ‘‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সংকটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। পানি শূন্যতার কারণে বাবা কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। তার কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সবার ভালোবাসা ও আন্তরিকতায়ে আমরা কৃতজ্ঞ।’’

শরীরে ‘পানি শূন্যতার কারণে’ রোববার সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ আর রহমান। চিকিৎসকরা বলেছিলেন রোজা রাখার কারণে ‘ডিহাইড্রেশন’ (পানি শূন্যতা) হওয়ায় রহমান অসুস্থবোধ করেছিলেন। যদিও সে সময় খবর ছড়িয়েছিল যে, রহমান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রহমানের মুখপাত্র জানিয়েছেন, রহমান লন্ডন থেকে শনিবার রাতে ফিরেছেন, তারপর পানি শূন্যতা এবং ঘাড়ে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। রহমানের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির ‘ভুল খবর ছড়াচ্ছে’ বলেও জানিয়েছিলেন তার মুখপাত্র।

গেল মাসেই চেন্নাই ব্রিটিশ গায়ক এড শিরানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন রহমান। বর্তমানে তিনি ‘তেরে ইশক মে’ সিনেমার সংগীত পরিচালনা করছেন।